<p>ভেনিজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল। তাই বলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমনটিও নয়। ১-১ গোলের সমতায় আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।</p> <p>সেই আক্ষেপের কারণ ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড সফল স্পটকিক নিতে পারলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেত হলুদ জার্সিধারীরা। তবে বছরের শেষ ম্যাচে আগামীকাল জয়ে ফিরতে মরিয়া সেলেসাওরা। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই কৌশলে পরিবর্তন এনেছেন কোচ দোরিভাল জুনিয়র। </p> <p>দোরিভালের কৌশলের মধ্যে অন্যতম হচ্ছে ভিনির বদলে রাফিনিয়াকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ। তিনি বলেছেন, ‘রাফিনিয়া এবং ভিনি দুজনই পেনাল্টি শুট নিতে প্রস্তুত ছিল। শেষ পর্যন্ত ভিনি মিস করেছে। আগামীকাল যদি পেনাল্টি নেওয়ার কোনো সুযোগ আসে তাহলে রাফিনিয়া নেবে।’</p> <p>উরুগুয়ের বিপক্ষে একাদশও জানিয়েছে দিয়েছেন দোরিভাল। সর্বশেষ ম্যাচ থেকে এক পরিবর্তন এনেছেন তিনি। রাইট ব্যাক ভ্যান্ডারসনের জায়গায় দানিলোকে নিয়েছেন তিনি। আর ভেনিজুয়েলার বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া সকলেই আছেন।</p> <p><strong>ব্রাজিল একাদশ-</strong><br /> এদারসন (গোলরক্ষক) দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, অ্যাবনার, ব্রুনো গুইমারেস, জেরসন, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস এবং স্যাভিনিও।</p>