<p>দীর্ঘ এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। অপেক্ষার পালা শেষ হওয়ায় তাই ক্যাম্পে যোগ দিতে যেন তার তর সইতে ছিল না। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেসদের সঙ্গে অনুশীলন করতে তাই নিজের গাঁটের টাকা ব্যয় করে ক্যাম্পে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার।</p> <p>আর্জেন্টিনার জাতীয় দলে খেলতে খেলোয়াড়দের টান বোঝাতে মেদিনার বিষয়টি সামনে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘ফাকুন্দো মেদিনাকে আমরা ডাকার পর সে দ্রুতই টিকিট কেটেছে। দামটা সে নিজেই দিয়েছে এবং তার কোচের (ক্লাব) সঙ্গে কথা বলেছে। দলের জন্য দারুণ এক বার্তা। (খেলোয়াড়েরা) তারা এখানে (জাতীয় দল) আসতে চায়।’</p> <p>অথচ, প্রাথমিক তালিকাতেও ছিলেন না মেদিনা। হঠাৎ করেই তার ডাক পরে। ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ চোটে পড়ায় ফরাসি ক্লাব লাঁসের হয়ে খেলা মেদিনাকে দলে ডাকেন স্কালোনি। সুসংবাদটা শোনার পরেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের জন্য অপেক্ষা না করেই নিজের পকেটের টাকায় বিমানের টিকিট করেন তিনি। এরপর ফ্রান্স থেকে সোজা প্যারাগুয়েতে দলের সঙ্গে যোগ দেন তিনি।</p> <p>জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন মেদিনা। সর্বশেষ দলের সঙ্গে ছিলেন গত বছরের অক্টোবরে। এবার প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ডাক পাওয়ায় এখন দেখার বিষয় গাঁটের টাকা খরচ করে ম্যাচ খেলার সুযোগ পান কিনা। আগামীকাল ভোর সাড়ে ৫ টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।</p>