<p>‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ’, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল এমনই এক বার্তার মাধ্যমে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। মিরপুরে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচটিই হতে যাচ্ছে সাদা পোশাকে বাংলাদেশ দলের সাবেক ওপেনারের শেষ। শেষবেলায় ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে কালের কণ্ঠের বোরহান জাবেদ-এর মুখোমুখি হয়েছেন ইমরুল। </p> <p><br /> প্রশ্ন : অবসরের ঘোষণা কি পূর্বপরিকল্পিত, নাকি হুট করেই?</p> <p>ইমরুল কায়েস : পরিকল্পনা আগে থেকেই ছিল। তা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছিল।</p> <p>প্রশ্ন : কী কারণে মনে হয়েছে যে এখনই থামতে হবে?</p> <p>ইমরুল : আমি সব সময়ই একটা কথা বলতাম। যখনই আমার মনে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার সম্ভাবনা নেই, তখন নিজে থেকে সরে যাব।<br /> পাঁচ বছর হয়ে গেছে আমি জাতীয় দলের বাইরে। এখন অনেক নতুন ক্রিকেটারও আসছে, আমার কাছে তাই ছেড়ে দেওয়ার এটিকেই সেরা সময় মনে হয়েছে।</p> <p>প্রশ্ন : ওয়ানডে আর টি-টোয়েন্টি এখনো ছাড়ছেন না। ওই দুই সংস্করণে ফেরার বাস্তবসম্মত কোনো সম্ভাবনা দেখেন?</p> <p>ইমরুল : ওয়ানডের জন্য আমি এখনো নিজেকে ফিট বলেই মনে করি। বিশ্বাস করি, ওয়ানডেতে আমার খেলার বা দেওয়ার অনেক কিছুই আছে।</p> <p>প্রশ্ন : এ জন্যই কি শুধু লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো?</p> <p>ইমরুল : হ্যাঁ। দেখা যাক, যদি সুযোগ আসে। আর যদি মনে হয়, আমার দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে ছেড়ে দেব।</p> <p>প্রশ্ন : লাল বলে যদি পছন্দের একটা ইনিংস বেছে নিতে বলি, কোনটাকে নেবেন?</p> <p>ইমরুল : অবশ্যই খুলনায় তামিমের সঙ্গে জুটির ইনিংসটা (২০১৫ সাল, প্রতিপক্ষ পাকিস্তান)। আমি ১৫০ রান করেছিলাম। দলের যে অবস্থা থেকে ইনিংসটা খেলতে পেরেছিলাম, তৃপ্তির জায়গাটা ওখানে। বিশেষও হয়ে থাকবে এই কারণে।</p> <p>প্রশ্ন : ক্যারিয়ারের শেষবেলায় এসে কি কোনো আক্ষেপ কাজ করছে?</p> <p>ইমরুল : আমি বলব না যে টেস্ট ক্রিকেটে কম সুযোগ পেয়েছি। কিন্তু এটা বলব, যখন আমার টেস্ট অভিষেক হয়, তখন আমি এই সংস্করণের জন্য তৈরি ছিলাম না। সাদা বলের জন্য প্রস্তুত ছিলাম। এরপর যখন টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হয়েছি, তখন খুব বেশি সুযোগ পাইনি। সেঞ্চুরি করা আর ভালো খেলা যখন শুরু করলাম, তখন আমাকে নিয়মিত খেলানো হয়নি। আমার ক্যারিয়ার শেষের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল ভারত সিরিজটা (২০১৯ ভারত সফর)। পিংক বলে টেস্ট আমরা কখনো খেলিনি, কোনো ধারণাই ছিল না। ওই ম্যাচটিই আমার জন্য কাল হয়ে যায়।</p> <p>প্রশ্ন : টেস্ট ক্যারিয়ারটা কি আরেকটু উজ্জ্বল হতে পারত?</p> <p>ইমরুল : আমাকে বাদ দেওয়ার জন্য অনেককে সুযোগ দেওয়া হয়েছিল, ক্লিক করেনি। আমি শেষ আরেকটি সুযোগ পেতে পারতাম। এরপর বিভিন্ন সময়ে আমাকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেসব বার্তা দেওয়া হয়েছিল, সেগুলোও ঠিক ছিল না। একবার টেস্ট ক্রিকেটে বিবেচনা করার কথা বলে ওয়ানডেতে নিয়েছিল ২০১৮ এশিয়া কাপে। ওয়ানডের জন্য যখন প্রস্তুত হয়েছি, তখন আবার টেস্ট থেকে বাদ দিয়েছে।</p>