<p>জাতীয় দলে ফিরতে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছিলেন ইমরুল কায়েস। তবে সুযোগ পাচ্ছিলেন না তিনি। বয়সও ৩৭ হওয়ায় টেস্ট ক্রিকেটকে আজ বিদায় বলে দিলেন বাঁহাতি ব্যাটার। </p> <p>বিদায়ের ঘোষণা আজ নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় দিয়েছেন ইমরুল। তবে আনুষ্ঠানিকভাবে ১৬ নভেম্বর দীর্ঘ সংস্করণ থেকে বিদায় নেবেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে খেলা এই ওপেনার বলেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই একটা বিষয় জানাতে চাচ্ছি। খুব শিগগিরই আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’</p> <p><iframe frameborder="0" height="417" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FImrulKayesSagor%2Fvideos%2F1797553497319712%2F&width=500&show_text=true&height=417&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>আগামী ১৬ নভেম্বর প্রথম শ্রেণির ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন ইমরুল। সেদিনই দীর্ঘ সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আগামী ১৬ই নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটেরও।’</p> <p>বিদায় বলাটা যে সহজ নয় তা জানিয়ে ইমরুল বলেছেন, ‘এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’ ভিডিওর শেষে জানানো হয়েছে ‘ফুল স্টোরি, কামিং সুন’। বিদায় নিয়ে বিস্তারিত কিছু বলবেন বলে এমন আগাম বার্তাই দিয়ে রাখলেন তিনি।</p> <p>২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ইমরুল। এরপর দীর্ঘ ১৬ বছরে ক্যারিয়ারে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন ৩৯ টেস্টে। ৪ ফিফটি ও ৩ সেঞ্চুরি রান করেছেন ১৭৯৭। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে টেস্ট খেলেছেন ১৩৭ টি। রান করেছেন ৭৯৩০। ২৭ ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২০টি। ক্যারিয়ারের শেষ ম্যাচে পরিসংখ্যানটা বাড়ানোর সুযোগ থাকছে তার। সঙ্গে শেষটা রাঙানোরও। তবে সীমিত সংস্করণে খেলা চালিয়ে যাবেন তিনি। সেই সঙ্গ ফ্র্যাঞ্চাইজি লিগও।</p>