<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশেষে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মাঠে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে তামিম ইকবালের। এই তারকা ওপেনারকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল গত মেতে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে। বিরতি কাটিয়ে তামিম ফিরছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ ডিসেম্বর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপিএলের আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এ রকম একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের চাহিদা অনেক দিনের। তামিমও সেই ভাবনা থেকে নিজেই এই টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবির নির্বাচক হান্নান সরকারের কথায় উঠে এসেছে তামিমের এই চাওয়ার কথা। তামিম চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন জানিয়ে গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে হান্নান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরো সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লম্বা সময় খেলার বাইরে থাকা তামিমের ফেরার জন্য অবশ্য একটা শর্ত থাকছে। সেটি হচ্ছে ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্ট দিয়েই তামিমকে ফিরতে হবে জানিয়ে হান্নান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে (তামিম) অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। তামিমকেও তাই এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবে আরেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এই টুর্নামেন্টে খেলবেন কি না, এ ব্যাপারে নিশ্চিত নন হান্নান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কিছুই জানি না। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেটে। তবে ফাইনাল হতে পারে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।</span></span></span></span></p>