<p>বুটজোড়া তুলে রাখার বয়স হয়েছে! তবে ক্রিস্টিয়ানো রোনালদো এখনই থামতে চান না। পর্তুগিজ তারকা আরো কিছুদিন চালিয়ে যেতে চান দৌড়টা। তাই স্বপ্ন বুনেছেন প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোল করেই অবসর নেবেন তিনি।</p> <p>সেই লক্ষ্যে ছুটেও চলছেন রোনালদো। তবে বাস্তবতা প্রতি মুহূর্তেই স্মরণ করে দেয় পথটা সহজ নয়। নিজেও এমনটা বুঝতে পেরে কিছুটা সুর পাল্টিয়েছেন। তার মতে, ১০০০ গোল করতে পারলে দারুণ হবে, তবে না পারলেও ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তো হয়েছি। সম্প্রতি পর্তুগালের ফুটবল ফেডারেশন থেকে দেওয়া মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য প্লাটিনাম কুইনাস’ পাওয়ার পর এমনটি জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।</p> <p><iframe align="middle" frameborder="0" height="950" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://Twitter.com/FabrizioRomano/status/1856293589703143430" width="900"></iframe></p> <p>বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়া রোনালদো বলেছেন, ‘এই মুহূর্ত নিয়েই বেঁচে আছি। আমি দীর্ঘমেয়াদি কোনো কিছু নিয়ে ভাবছি না। প্রকাশ্যে ১০০০ গোল করার কথা বলেছিলাম। এখনো মনে হচ্ছে সব কিছু সহজ। যেহেতু গত মাসে ৯০০ গোল করেছি। তবে বর্তমানকে নিয়েই ভাবছি। আগামী কয়েক বছর দেখতে হবে আমার পা কেমন থাকবে। ১০০০ গোল করতে পারলে দারুণ হবে। কিন্তু যদি না পারি তাহলে ইতিমধ্যে সর্বোচ্চ গোলের যে রেকর্ড গড়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১০০০ গোলের পরেই বুটজোড়া তুলে রাখতে চান রোনালদো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/28/1724859860-dc608984a458526fc06205309db64643.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১০০০ গোলের পরেই বুটজোড়া তুলে রাখতে চান রোনালদো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/08/28/1419756" target="_blank"> </a></div> </div> <p>দীর্ঘ ২১ বছরের বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে ১২৫০ ম্যাচ খেলেছেন রোনালদো। পেশাদার ফুটবলের মতো আন্তর্জাতিকে সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতাও ‘সিআর সেভেন’। পর্তুগালের হয়ে ২০০৩ সালে ক্যারিয়ার শুরু করা ফুটবল কিংবদন্তি ২১৬ ম্যাচ খেলে করেছেন ১৩৩ গোল। ২০১৬ ইউরো ও ২০১৯ নেশনস লিগ জয়ী তারকার কথা শুনে এখন মনে হচ্ছে ১০০০ গোলের আগেই হয়তো থেমে যেতে পারে তার ক্যারিয়ার।</p>