<p>ম্যাচে আশরাফুল হাসানের ১০ উইকেট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের মৌসুমে প্রথম জয় এনে দিয়েছে চট্টগ্রামকে। কক্সবাজারে বরিশালকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।</p> <p>অধিনায়ক শাহাদাত হোসেন দীপুর ১১৬ রানের ইনিংসে চট্টগ্রামের প্রথম ইনিংস থামে ৩১৩ রানে। এরপর তাদের বাঁহাতি স্পিনার আশরাফুলের ঘূর্ণি বিপদে ফেলে বরিশালকে। ২২ রানে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে মাত্র ৭৭ রানে গুটিয়ে দেন তিনি। দুই উইকেট হারিয়ে ৮৩ রানের লক্ষ্য তাড়া করে ফেলে চট্টগ্রাম।</p> <p>কক্সবাজারের আরেক মাঠে অধিনায়ক অমিত হাসানের ২১৩ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৪৯৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রানে অল আউট হয় খুলনা। সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার এনামুল হক। দীর্ঘ ১৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা এবাদত হোসেন সিলেটের হয়ে ১৫ ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছেন।</p> <p>এদিকে রাজশাহীতে জয়ের সুবাস পাচ্ছে রংপুর। দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে ২৬২ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি। সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক আকবর আলী। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৬২ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছে রাজশাহী। আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে ১৭৫ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে তারা ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮৬ রান।</p>