<p>নাথান লায়নের সঙ্গে এতদিন যৌথভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মালিক ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে চেন্নাই টেস্টে মালিকানা নিজের করে নিয়েছেন ভারতীয় অফস্পিনার। টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে এখন ইনিংসে সর্বোচ্চবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।</p> <p>বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন অশ্বিন। ১১ বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ১০ বার নেওয়া অস্ট্রেলিয়ান অফস্পিনার লায়ন এখন দুইয়ে। ৮ বার ৫ উইকেট নিয়ে তিনে আছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।</p> <p>সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩৭বারের মতো এই কীর্তি গড়েছেন অশ্বিন। এতে করে অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের পাশে বসেছেন তিনি। ১৪৫ টেস্টে ৩৭ বার ৫ ‍উইকেট নিয়েছেন ‘স্পিন জাদুকর’। অন্যদিকে অশ্বিন খেলেছেন ১০১টেস্ট। সর্বোচ্চ ৬৭ বার এই কীর্তি গড়ে শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ টেস্ট খেলা শ্রীলঙ্কান কিংবদন্তি দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ৮০০ উইকেট নেওয়া বিশ্বের একমাত্র বোলারও।</p> <p>দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে চেন্নাই টেস্টে সেঞ্চুরিও করেছেন অশ্বিন। একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট চতুর্থবারের মতো করলেন ৩৮ বছর বয়সী অশ্বিন। সর্বোচ্চ ৫ বার এই কীর্তি গড়েছেন ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম।</p>