<p>গোলোৎসব চলছেই বায়ার্নের। চ্যাম্পিয়নস লিগে ডিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করেছিল ভিনসেন্ট কম্পানির দল। ছন্দটা বুন্দেসলিগায় অনুবাদ করে ওয়ের্ডার ব্রেমেনের জালেও গোল উৎসবে মাতলেন মাইকেল ওলিসে, হ্যারি কেইন, জামাল মুসিয়ালারা। এবার বায়ার্নের জয় ৫-০ ব্যবধানে। <br /> বুন্দেসলিগায় শতভাগ জয়ের রেকর্ডও তাতে অক্ষুণ্ন থাকল তাদের। চার ম্যাচের চারটিই জিতেছে ভিনসেন্ট কম্পানির দল। বড় জয়ে জোড়া গোল করেছেন ওলিসে, একবার করে লক্ষ্যভেদ করেছেন কেইন, মুসিয়ালা ও সের্গ জিনেব্রি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে ২০ গোল করলেন বায়ার্ন খেলোয়াড়রা। বুন্দেসলিগায় আগের ম্যাচে হোলস্টেইন কিয়েলের জালে তারা বল পাঠিয়েছিল ছয়বার। <br /> ঘরের বাইরে জিতেছে চেলসিও। এবার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হামকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্লুজরা। ঘরের বাইরে লিগের তিন ম্যাচের একটিও হারেনি তারা। পাঁচ ম্যাচে শুধু চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে তারা। ওয়েস্ট হামের মাঠে চেলসির শুরুটা হয় দুর্দান্ত। চতুর্থ মিনিটে সফরকারীদের গোলোৎসবে ভাসান নিকোলাস জ্যাকসন। খানিকটা পরে এই সেনেগালিজ ফরোয়ার্ডের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয়ার্ধের শুরুতে কোল পালমারের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ওয়েস্ট হাম। <br /> পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুলও। অ্যানফিল্ডে অলরেডরা ৩-০ ব্যবধানে হারিয়েছে বোর্নমাউথকে। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। লুইস ডিয়াসের জোড়া গোলের পাশাপাশি লিভারপুলের জয়ে অন্য গোলটি করেছেন ডারউইন নুনেজ। এ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে এসেছে লিভারপুল। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্টও তাদের সমান ১২। পাঁচ ম্যাচ থেকে ১২ পয়েন্ট অর্জন করেছে অ্যাস্টন ভিলাও। ভিলা পার্কে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে উলভারহাম্পটনকে। হোয়াইট হার্ট লেনে একই ব্যবধানে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে টটেনহাম। ইএসপিএন</p>