<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎব শারদীয় দুর্গাপূজা। তাই পূজারি ও ভক্তদের ব্যস্ততার শেষ নেই। তারা মণ্ডপ সাজানোর পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত। যে কারণে রাজধানীর শপিং সেন্টার, ফ্যাশন হাউস ও অন্য খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হিন্দু শাস্ত্রমতে, মহালয়া তিথিতে দেবী দুর্গাকে মর্ত্যে (পৃথিবীতে) আমন্ত্রণ জানানো হয়। ওই দিন ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়েই মর্ত্যলোকে দেবী দুর্গাকে এ আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎব। বুধবার সকাল ৮টা ৪৪ মিনিটের মধ্যে মহাষষ্ঠী কল্পনারম্ভ শেষ হবে। এর আগে আজ মঙ্গলবার পঞ্চমী তিথি শেষে বেলতলায় অকালবোধনের মধ্য দিয়ে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙাতে বোধনঘট স্থাপন ও বন্দনাপূজা হবে। বোধন শেষে ষষ্ঠী তিথি থেকে দশহস্তে অস্ত্রে সজ্জিত ত্রিনয়নী দেবী দুর্গার অতল স্নিগ্ধ চোখের পলক খুলে যাবে। জেগে উঠবেন দশভুজা দেবী দুর্গা। তীর-ধনুক, চক্র-গদা, খড়্গ-কৃপাণ, কল্যাণ ও ত্রিশূল হাতে শক্তিরূপী দুর্গতিনাশিনী দেবী দুর্গা অশুভ এবং অকল্যাণের মহিষাসুর বধে মূর্ত হয়ে উঠবেন। এদিকে দুর্গোৎব ঘিরে সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। মণ্ডপগুলো কিভাবে সব থেকে বেশি দৃষ্টিনন্দন করা যায় সে চেষ্টা চলছে। এ নিয়ে কোনো কোনো মহল্লায় এক মণ্ডপের সঙ্গে আরেক মণ্ডপের রীতিমতো প্রতিযোগিতা চলছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটিও কাজ করছে। একই সঙ্গে পূজাকে সামনে রেখে কেনাকাটাও চলছে। বৃদ্ধ থেকে শিশু সবারই পূজায় নতুন বস্ত্র চাই। তাই তারা ছুটছেন বাজারে ও শপিং মলে। নতুন জামা-কাপড়ের পাশাপাশি পূজার অন্যান্য উপকরণ কেনাও শুরু হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরকারের পতনের পর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পূজায় বেচাকেনা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন ব্যবসায়ীরা। রাজধানীর বসুন্ধরা শপিং মলে সরেজমিনে দেখা গেছে, দুর্গাপূজা উপলক্ষে জমজমাট কেনাবেচা চলছে। সেখানে আড়ং, দেশী দশ, ইনফিনিটি, অঞ্জন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সসহ বিভিন্ন পোশাকের শোরুমগুলোতে প্রচণ্ড ভিড়। জুতার দোকানগুলোতেও একই চিত্র। বাটা, বে এম্পোরিয়াম, এপেক্সসহ অন্যান্য ব্র্যান্ডের জুতার শোরুমে চলছে ধুম কেনাকাটা। পূজায় শাড়ি ও সালোয়ার-কামিজের বেশি চাহিদা থাকে। শাড়ির মধ্যে কাতান, সিল্ক ও নকশাদার শাড়ির প্রতি নারীদের আগ্রহ বেশি। জামদানির চাহিদাও যথেষ্ট বলে জানান ব্যবসায়ীরা।</span></span></span></span></span></p>