<p>প্রথমে চ্যাটজিপিটি-৪ এর সংষ্ককরণটি পেইড। সফটওয়্যারের প্রো সংষ্ককরণে পাওয়া যাচ্ছে এটি, যা আমাদের চাহিদার উপর ভিত্তি করে দ্রুত উত্তর তৈরি করে দেয়। বিনামূল্যে এটি পাওয়া যায়, তবে ফ্রি ভার্সনের অনেক সীমাবদ্ধতা আছে।</p> <p>মাইক্রোসফটের বিং-এর নতুন সংস্করণে বর্তমানে জিপিটি-৪ এর ব্যবহার চলছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিং ব্যবহারের আগে মাইক্রোসফটের অনুমতির ব্যবস্থা রয়েছে। চ্যাটজিপিটি প্রো-এর বিপরীতে এটি বিনামূল্যে ব্যবহারযোগ্য। </p> <p><strong>চ্যাটজিপিটি-৪ (ChatGpt-4) কোথায় ব্যবহার করা হবে?</strong></p> <p>চ্যাটজিপিটি-৩ এর সংষ্করণটি অনেক জায়ান্ট কোম্পানি ব্যবহার করছে। সার্চ ইঞ্জিন, অ্যাপস এবং সফটওয়্যারে চ্যাটজিপিটি-৪ এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে প্রত্যাশা করছে ওপেন এআই। মাইক্রোসফট-এর বিং এই মুহুর্তে চ্যাটজিপিটি-৪ এর প্রধান ব্যবহারকারী। ওপেন এআই জানিয়েছে, খান একাডেমির মতো প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের পাঠ্যক্রমে সাহায্যের জন্য এবং শিক্ষকদের সহায়তার কাজেও চ্যাটজিপিটি-৪ ব্যবহার করছে।</p> <p>একইভাবে, ভাষা শিক্ষার জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান Duolingo (ডুয়োলিংগো) নতুন দুটি বৈশিষ্ট্য সহ 'Duolingo Max' চালু করেছে, যাতে চ্যাটজিপিটি-৪ ব্যবহার করা হয়েছে। একটি প্রশ্নের উত্তর ঠিক কি কারণে ভুল বা সঠিক, এটি বিশ্লেষণে সাহায্য করবে চ্যাটজিপিটি। এছাড়াও অন্যান্য অনেক প্রতিষ্ঠান পেমেন্ট প্রসেসিং এবং কাস্টমার সার্ভিসকে উন্নত করতে চ্যাটজিপিটি-৪ এর সাহায্য নিচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730362746-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441152" target="_blank"> </a></div> </div> <p>এটি কি করতে পারে?</p> <p>১৭৫ বিলিয়ন প্যারামিটারকে অ্যানালাইসিস করে চ্যাটজিপিটি ঠিক কি করে তা বর্ণনা করা কঠিন। এটি আরেক জনপ্রিয় সফটওয়্যার ডেল-ই ২ (Dall-E 2) এর মতো ভিডিও, চিত্র কিংবা সাউন্ড বা শব্দ তৈরি করতে পারে না। তবে যেকোনো বর্ণনা কিংবা গল্পের লেখনীতে চ্যাটজিপিটি খুবই সফল। খুবই কম সময়ে উচ্চমানের স্ক্রিপ্ট লিখতেও এটি আপনাকে সাহায্য করবে। মনে করুন, আপনি একজন সাংবাদিক। এসময়ের জনপ্রিয় এক সেলিব্রিটির সাক্ষাৎকার নিতে যাচ্ছেন। হোমওয়ার্ক করার জন্যে আপনার হাতে সময় খুবই কম। এই অবস্থায় কি করবেন আপনি? এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে চ্যাটজিপিটি। এটি আপনার প্রয়োজনীয় প্রশ্ন মুহুর্তেই তৈরি করে ফেলবে।</p> <p>শুধু তাই নয়, মহাকাশবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্সের জটিল বিষয় নিয়েও এটি কাজ করতে সক্ষম। যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে একটি নিবন্ধ লিখি, সেখানে পূর্ণদৈর্ঘ্যের কোনো গবেষণাপত্র কিংবা নিবন্ধ লিখতেও এর সময় লাগবে কয়েক মুহূর্ত! </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ১" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730291085-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440876" target="_blank"> </a></div> </div> <p>চ্যাটজিপিটি যেমন তড়িৎ গতিতে কাজ করে, তেমন বেশকিছু সীমাবদ্ধতাও রয়েছে। কোনো প্যারাডক্স তৈরি করে বিভ্রান্তিমূলক প্রশ্ন করলে এটি সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। আবার, এটি খুবই সাম্প্রতিক কোনো ধারণার সাথে তাল মিলিয়ে আপনাকে সাহায্য করতে পারবে না। এমনও হতে পারে আগের বছরগুলোতে ঘটে যাওয়া কোনো ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় এটি আপনার সামনে মিথ্যা কিংবা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730371662-c18aeb439e0aefc1a2c884752c7ef5bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441186" target="_blank"> </a></div> </div> <p>ওপেনএআই এই ব্যাপারগুলোতে খুব সচেতন এবং ইন্টারনেটের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যগুলো চ্যাটজিপিটি থেকে দূর করতে কাজ করছে। আবার ইন্টারনেটের ক্ষতিকর কিংবা বানোয়াট ব্যাপারে প্রশ্ন করলে চ্যাটজিপিটি আপনাকে মানা করে দিবে, পাশাপাশি আপনি যাতে বিপদজনক প্রশ্ন না করেন, এরজন্য অনুরোধ করবে এটি।</p> <p>চলবে...</p> <p>সূত্র : নিউ সায়েন্টিস্ট<br />  </p>