<p style="text-align:justify">রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। </p> <p style="text-align:justify">সালমা আক্তার উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। দেড় দশক আগে একই ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে আকামদ্দির সঙ্গে বিয়ে হয় তার। ৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।</p> <p style="text-align:justify">ইসলামপুর ইউপি মেম্বার ছুরাফ হোসেন জানান, বিবাহবিচ্ছেদের পর থেকে বাবার দেওয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে থাকতেন সালমা। বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন তিনি। মাকে নানা বাড়িতে না পেয়ে বাড়ি ফেরার পথে পড়ে থাকা স্যান্ডেল দেখে লেবু বাগানে মায়ের মরদেহ খুঁজে পায় ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।</p> <p style="text-align:justify">বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।</p>