<p>সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করেছে সৌরজগতের বাইরের সবচেয়ে শীতল গ্রহ। এই গ্রহটি নাম K2-18b। এটাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে শীতল এক্সোপ্ল্যানেট বলে মনে করা হচ্ছে।</p> <p>জেমস ওয়েব টেলিস্কোপ যে এক্সোপ্ল্যানেটটি খুঁজে পেয়েছে, সেটি অত্যন্ত শীতল এবং এর পৃষ্ঠের তাপমাত্রা খুবই কম। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১২৪ আলোকবর্ষ। অর্থাৎ সেখান থেকে আলো এসে পৃথিবীবে পৌঁছুতে সময় লাগে ১২৪ বছর। এই গ্রহটি একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে। সেই নক্ষত্রটি আমাদে সূর্যের চেয়ে অনেক ছোট এবং ঠাণ্ডা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবী কেন ঘুরছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728968875-c61c2049f35221e19871eac8849e47e0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবী কেন ঘুরছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/15/1435316" target="_blank"> </a></div> </div> <p>এই এক্সোপ্ল্যানেটটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ এর শীতল পরিবেশ আর বৃহৎ আকৃতি।  গ্রহটির তাপমাত্রা এত কম, তাই বরফ আকারে জমে থাকা পানির অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাছাড়া, এর পৃষ্ঠে মিথেন, কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে। এগুলো এর বায়ুমণ্ডল সম্পর্কেও মূল্যবান তথ্য দিতে পারবে বিজ্ঞানীদের।</p> <p>এখন প্রশ্ন হতে পারে এক্সেপ্ল্যানেট আসলে কী? </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিপর্যস্ত বৃহস্পতির রেড স্পট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728827007-c624ab9fa367b1e283dde4a2c8cd7b81.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিপর্যস্ত বৃহস্পতির রেড স্পট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/13/1434757" target="_blank"> </a></div> </div> <p>সৌরজগতের অংশ নয়, এমন যেকোনো গ্রহকে এক্সোপ্লানেট বলে। এই গ্রহগুলি তাদের নিজ নিজ মাতৃ নক্ষত্রের চারপাশে ঘোরে। ঠিক যেমনটা পৃথিবীসহ অন্য সাতটি গ্রহ তাদের মাতৃ নক্ষত্র সূর্যের চারপাশে ঘেরো।  </p> <p>অন্যদিকে জেমস ওয়েব টেলিস্পেস হলো ইতিহাসের সবচেয়ে টেলিস্কোপ। এটি মাহাকাশে স্থান করা হয়েছে, পৃথিবী থেকে অনেক দূরে। এই টেলেস্কোপটি সূর্যের চারপাশে গ্রহদের মতো করেই ঘুরছে।  ২০২১ জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে স্থাপন করা হয়। </p> <p>সূত্র: নাসা</p>