<p>আমাদের রাতের আকাশে একটি নতুন অতিথি এসেছে—পৃথিবী সাময়িকভাবে একটি ছোট চাঁদ বা মিনি-মুন ধারণ করেছে। এটি আসলে একটি গ্রহাণু। এর নাম 2024 PT5 । গতকাল এটা পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়েছে। এই ধরনের ঘটনা বিজ্ঞানীদের কাছে পরিচিত হলেও, সাধারণ মানুষের কাছে এটি বেশ অদ্ভুত শোনাতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ থেকে পৃথিবীর চারপাশে ঘুরবে নতুন চাঁদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727593357-ca5c8b05c66b3c20f1039be8b7d2b17e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ থেকে পৃথিবীর চারপাশে ঘুরবে নতুন চাঁদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/29/1430077" target="_blank"> </a></div> </div> <p>গ্রহাণু 2024 PT5 প্রায় ৩৭ ফুট চওড়া। মাধ্যাকর্ষণ দ্বারা আকৃষ্ট হয়ে পৃথিবীর চারপাশে ঘুরছে। মিনি-মুন সাধারণত গ্রহাণুর মতো ক্ষুদ্র বস্তু, যা পৃথিবীর কাছাকাছি এসে মাধ্যাকর্ষণের ফলে সাময়িকভাবে কক্ষপথে আবর্তিত হয়। এটি চাঁদের মতো দীর্ঘস্থায়ী চাঁদ নয়। কয়েক সপ্তাহের জন্য অতিথি এটি পৃথিবীর চারপাশে ঘুরবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদের আলোয় সব বস্তুই কেন সাদাকালো?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727592337-216546e31c9270b0448c2f0c7396ca99.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদের আলোয় সব বস্তুই কেন সাদাকালো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/29/1430072" target="_blank"> </a></div> </div> <p><br /> 2024 PT5-এর আকার আসল চাঁদের তুলনায় অনেক ছোট। চাঁদের ব্যাস প্রায় ২,১৫৯ মাইল, সেখানে এই মিনি-মুন মাত্র ৩৭ ফুট। আকারে ছোট, তাই একে খালি চোখে দেখা যায় না, সাধারণ টেরিষ্কোপেও এর দেখা মিলবে না। শুধু শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা এটি পর্যবেক্ষণ করছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদের প্রাচীনতম গর্তে নেমেছে চন্দ্রযান ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727683400-c9f134526811be04c470a53c1ddf720a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদের প্রাচীনতম গর্তে নেমেছে চন্দ্রযান ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/30/1430455" target="_blank"> </a></div> </div> <p><br /> পৃথিবীর দ্বিতীয় চাঁদের ঘটনা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ। কারণ এটি গ্রহাণুর গতি এবং মাধ্যাকর্ষণের কার্যপ্রণালী সম্পর্কে আমাদের নতুন ধারণা দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এই মিনি-মুন নিয়ে গবেষণা করছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যায়।</p> <p>গ্রহাণু 2024 PT5 মাত্র ৫৭ দিনের জন্য পৃথিবীর কক্ষপথে থাকবে এবং তারপর এটি আবার মহাকাশে ফিরে যাবে। </p> <p>সূত্র: নাসা</p>