<p>ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এর ব্যাটারি যত্ন না নিলে দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কিছু সহজ কৌশল মেনে চললে আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী হতে পারে।</p> <p>১. অনেকে ল্যাপটপ ১০০% চার্জ হওয়ার পরও চার্জারে লাগিয়ে রাখেন্। এটা ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে। ল্যাপটপের চার্জ ২০% এর নিচে আসার আগে চার্জ দেওয়া এবং ৮০-৯০% চার্জ হয়ে গেলে খুলে নেওয়া ভালো।</p> <p>২. ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারির উপর চাপ পড়ে। তাই হিট কমাতে ল্যাপটপে কুলিং প্যাড ব্যবহার করতে পারেন অথবা যথাসম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে দৈত্যরা হারিয়ে গিয়েছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727510224-03819e1f352dfc09f56303ea25b92520.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে দৈত্যরা হারিয়ে গিয়েছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/28/1429736" target="_blank"> </a></div> </div> <p>৩. ল্যাপটপে পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস ব্যবহার করে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা এবং অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে রাখলে ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী হবে।</p> <p>৪. নিয়মিত ব্যাটারি ক্যালিব্রেশন করলে ল্যাপটপের ব্যাটারি ভালো থাকে। অর্থাৎ পুরো চার্জ দিয়ে একবার ল্যাপটপ বন্ধ না হওয়া পর্যন্ত ব্যবহার করুন এবং আবার চার্জ দিন। এই প্রক্রিয়া মাসে একবার করলেই হবে।</p> <p>৫. যখন ব্লুটুথ, ওয়াই-ফাই বা অন্যান্য ফিচার ব্যবহার করছেন না, তখন এগুলো বন্ধ রাখলে ব্যাটারির উপর চাপ কমবে এবং চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশে তুষারমানব!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727347531-f4b920c9a9940d028cec6c5fe8d77bea.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশে তুষারমানব!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/26/1429133" target="_blank"> </a></div> </div> <p>৬. যদি ল্যাপটপ দীর্ঘদিন ব্যবহার না করেন, তবে ব্যাটারি ৫০% চার্জ দিয়ে স্টোরেজে রাখুন। একদম খালি বা একদম ফুল চার্জ দিয়ে রাখলে ব্যাটারির ক্ষতি হতে পারে।</p> <p>৭. ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার নিয়মিত আপডেট করা উচিত। কারণ অনেক সময় আপডেটের ফলে ব্যাটারি ব্যবহারের পদ্ধতি উন্নত হয়।</p> <p>এই সহজ টিপসগুলো অনুসরণ করলে আপনার ল্যাপটপের ব্যাটারি অনেকদিন ভালো থাকবে এবং এর কার্যক্ষমতা বজায় থাকবে। ব্যাটারি হলো ল্যাপটপের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এর সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি।</p>