<p>হজে যেতে ইচ্ছুকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। আজ রবিবার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দে করার ক্ষেত্রে 'আগে আসলে আগে পাবেন' নীতি অনুসরণ করা হয়ে থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে হচ্ছে বড় আন্দোলন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728803710-a8ad113e6ca82416c15537b4ca1c3d51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে হচ্ছে বড় আন্দোলন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/13/1434676" target="_blank"> </a></div> </div> <p>আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।</p> <p>তাঁবু গ্রহণ ও সার্ভিস কম্পানির সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ী এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ করেছে মন্ত্রণালয়।</p>