<p>মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিটে বসত-বাড়িতে আগুন লেগে ঘরের আসবাবপত্র ও পাশে গরুর ঘরে থাকা ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে।</p> <p>জানা গেছে, গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে দেলুয়া গ্রামের ফারুক হোসেনের বসত বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্রে। ঘরের সাথে লাগোয়া গরুর ঘরে আগুন ছড়িয়ে পড়লে ৩টি গরুর গাঁয়ে লাগলে গরুগুলোকে বাঁচাতে মালিক রশি কেটে ঘর থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় দগ্ধ হয়ে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।</p> <p>ফারুক হোসেনের ছেলে আল মামুন (২১) জানান, আগুন লাগার সময় ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দেখি ঘরে আগুন লেগেছে। দ্রুত এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসি। সাহায্যের জন্য চিৎকার করি। আশপাশের এলাকার লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করে। বাবার স্বপ্ন গরুগুলো আমার ঘরের একটা রুমে সন্তানের মতো লালন পালন করতেন। গরুগুলোকে বাঁচাতে অনেক চেষ্টা করেও পারেনি উল্টো নিজেই আগুনে ঝলসে গেছে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে পারলেও ঘরের আসবাবপত্র, জামা-কাপড়সহ সবগুলো গরু পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।</p>