<p>জয়ের সুবাস গতকালই পেয়েছিল সিলেট বিভাগ। আজ সেই সুবাসের পূর্ণতা দিয়েছে তারা। পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েছে সিলেট। প্রথমবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে দুই পাতা এক কুঁড়ি নামে পরিচিত বিভাগ।</p> <p>সেটিও এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট। বরিশাল বিভাগের দেওয়া ১০৫ রানের লক্ষ্যে ৫ ‍উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে তারা। অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার শুরুটা ভালো ছিল না সিলেটের। লক্ষ্য তাড়া করতে নেমে যে দলীয় ৭ রানের ব্যবধানেই দুই ব্যাটারকে হারায় সিলেট। ওপেনার তৌফিক খান তুষারের ‘গোল্ডেন ডাকের’ বিপরীতে তিনে নামা মুবিন আহমেদ দিশান ঘরে ফেরেন ‘ডাক’ মেরে। দুজনকেই আউট করে ম্যাচ জমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পেসার রুয়েল মিয়া।</p> <p>পরে অফস্পিনার সোহাগ গাজী আরেক ওপেনার পিনাক ঘোষকে ব্যক্তিগত ১৮ রানে আউট করলে চাপে পড়ার শঙ্কায় ছিল সিলেট। তবে দলীয় ২৭ রানে ৩ ‍উইকেট হারালেও পরে আর দলকে পথ হারা হতে দেননি অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার নাসুম ৪৪ রানে আউট হলেও ৩৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন অমিত। </p> <p>সিলেটের জয়ের অর্ধেক কাজটা মূলত গতকাল নিশ্চিত করে বোলাররা। বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট করে। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৪ উইকেট নেওয়া পেসার খালেদ আহমেদ।</p> <p>এ জয়ে সিলেটের পয়েন্ট দাঁড়িয়েছে ষষ্ঠ ম্যাচে ৩৭। এই রাউন্ডে অবশ্য চ্যাম্পিয়ন নাও হতে পারত সিলেট। তাদের চ্যাম্পিয়ন হওয়াটা শেষ রাউন্ডে নিয়ে যেতে পারত রংপুর বিভাগ। কিন্তু কক্সবাজারে তারা ঢাকা মহানগরের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করতে না পারায় ঘরের মাঠ সিলেটেই উদযাপনের উপলক্ষ্য পেয়ে যায় সিলেট। </p>