<p style="text-align:justify">২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৫০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন।</p> <p style="text-align:justify">হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ আশপাশের এলাকার মর্মান্তিক দৃশ্য বাংলাদেশসহ সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। মিডিয়াকর্মীদের বের করে দিয়ে, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, দীর্ঘ এক যুগ ধরে আমরা এই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। অনেক শহীদ পরিবার তাদের প্রিয়জনের লাশটাও খুঁজে পায়নি। শহীদদের স্বজনদের বছরের পর বছর পালিয়ে বেড়াতে হয়েছে। </p> <p style="text-align:justify">২০১৩ সালের ৫ মে বাংলাদেশের ইতিহাসে এক অভিশপ্ত দিন উল্লেখ করে তিনি বলেন, এই অভিশাপ থেকে মুক্তির উপায়, এ ঘটনার কুশীলব এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারা। তাই আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে এসেছি।  </p> <p style="text-align:justify">২০১৩ সালে ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে জড়ো হন হাজার হাজার কর্মী-সমর্থক। সেদিন গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালায় র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী।</p>