<p>বিয়ে বাড়ির মূল আকর্ষণ থাকে বর-কনে। আর এই দিনে কনে চায় তাকে যেন দেখতে সবচেয়ে সুন্দর লাগে। বিয়ের তারিখ ঠিক হয়ে থাকলে আর দেরি না করে এখনই নিজের যত্ন নিতে শুরু করে দিন। ত্বকের পরিচর্যার পাশাপাশি খাবারের দিকেও মনোযোগী হতে হবে। কিছু স্বাস্থ্যকর পানীয় আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণভাবে কাজ করবে।</p> <p>আজকের প্রতিবেদনে জানাব এমন কিছু খাবারের কথা, যেগুলো খেলে ত্বক হবে উজ্জ্বল। তাই আপনারও যদি সামনে বিয়ে থাকে তাহলে ত্বকে উজ্জ্বলতা বাড়াতে কী খাবেন জেনে নিন।</p> <p><strong>১. বিটরুটের রস</strong></p> <p>বিটরুটে আছে ভিটামিন সি। এটি বলিরেখা ও শুষ্ক ত্বক প্রতিরোধ করতে সাহায্য করে। এতে কিছু পরিমাণে লাইকোপিন ও স্কোয়ালিনও রয়েছে। যা ত্বকের বয়স কমাতে সাহায্য করতে পারে এবং আপনাকে অভ্যন্তরীণ দীপ্তি এনে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের পর স্ত্রী স্বামীর কাছে যা আশা করেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/13/1726229957-3771576a196fda61d71cdfd850e041c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের পর স্ত্রী স্বামীর কাছে যা আশা করেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/13/1425068" target="_blank"> </a></div> </div> <p><strong>২. গাজরের রস</strong></p> <p>গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও ভিটামিন ই। এগুলো আপনার ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে, রোদে পোড়া প্রতিরোধ করে এবং প্রাকৃতিক আভাসহ ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে।</p> <p><strong>৩. কারি পাতার রস</strong></p> <p>কারি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এই পাতায় জৈব সক্রিয় যৌগ রয়েছে যা আপনার ত্বককে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে পারে, ফলে কোষ পুনরুজ্জীবিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রতিদিন চোখে কাজল দিলে হতে পারে যে ক্ষতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/17/1726569303-0a7659b001d870fed3446f70d0570282.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রতিদিন চোখে কাজল দিলে হতে পারে যে ক্ষতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/17/1426252" target="_blank"> </a></div> </div> <p><strong>৪. আমলকির রস</strong></p> <p>আমলকি হলো ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস, যা কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়। এটি ত্বকের স্থিতিস্থাপকতা ও দৃঢ়তা বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও এটি বলিরেখা, সূক্ষ্ম রেখা ও বার্ধক্যের দাগ কমাতেও পরিচিত।</p> <p>তাহলে আপনি কীসের জন্য অপেক্ষা করছেন? আপনার বিয়ের আগে এই চারটি উপাদানযুক্ত পানীয় পান করুন আর স্বাস্থ্যকর ত্বক ও সামগ্রিকভাবে সুস্বাস্থ্য উপভোগ করুন। কিন্তু সব সময় মনে রাখবেন, সংযমই হলো সুস্থতা ও সৌন্দর্যের চাবিকাঠি। তাই এদিকেও খেয়াল রাখতে হবে।</p>