<p style="text-align: justify;">নানা ব্যস্ততায় ত্বক ও চুলের ঠিকঠাক যত্ন নেওয়া হয় না আমাদের। এতে করে চুল ও ত্বকের বেহাল দশা যেন দিন দিন বেড়েই যায়। খুব সহজেই ত্বক ও চুলের হাল ফেরাতে কাজে দিবে এমন এক উপাদান, যা সবার বাড়িতেই থাকে। তা হলো ফিটকারি। ত্বকের বলিরেখা দূর করা থেকে শুরু করে মাথার খুশকি পর্যন্ত সব সমস্যার সমাধানে সাহায্য করে এই উপাদান। চলুন এর উপকার সম্পর্কে বিস্তারিত জানা যাক। </p> <p style="text-align: justify;">১. ব্রণের সমস্যা দূর করতে ভালো কাজ করে ফিটকারি। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করা এই উপাদান পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে দেখতে পারেন। </p> <p style="text-align: justify;">২. ত্বকের বয়সের ছাপ ঠেকাতেও সহায়তা করে এই উপাদান। ফিটকারি গুঁড়া করে তার সাথে ডিমের সাদা অংশ এবং গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে ব্যবহার করতে পারেন। এতে মুখের ত্বক টাইট হবে এবং কালো দাগও দূর হবে। এ ছাড়া এক টুকরা ফিটকারি মুখে ঘষে গোলাপজল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। বলিরেখার জন্য এটি বেশ কার্যকর। </p> <p style="text-align: justify;">৩. মাথায় খুশকির সাথে অনেকের আবার উকুনের সমস্যাও রয়েছে। এটি দূর করতে ফিটকারি হতে পারে কার্যকর পদ্ধতি। ফিটকারি গুঁড়ার সাথে সামুদ্রিক লবণ মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে খুশকি ও উকুন দূর হবে। </p> <p style="text-align: justify;">৪. পা ফাটার সমস্যা দূরীকরণেও সহায়তা করে ফিটকারি। ফিটকারির পানির সাথে নারিকেল তেল মিশিয়ে পায়ের গোড়ালির ফাটা অংশে লাগিয়ে রাখুন। পা ফাটা ঠিক হয়ে যাবে। </p> <p style="text-align: justify;">৫. ফিটকারির গুঁড়া দিয়ে দাঁত মেজে দেখতে পারেন। এতে করে দাঁত ব্যথা থেকে শুরু করে মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা দূর হবে সহজেই। </p> <p style="text-align: justify;">সূত্র : <strong>বাংলা নিউজ ১৮</strong></p>