<p>বাজারে অনেক ধরনের চুলের তেল পাওয়া যায়। এগুলোর মধ্যে প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি তেলও রয়েছে। আমরা বিজ্ঞাপনে এসব তেলের অনেক উপকারিতা দেখি। কিন্তু বাজারে এসব তেলের নকল তেলও রয়েছে। যেগুলো দেখলে আসল নাকি নকল বোঝার উপায় নেই। এসব তেলে আপনার চুলের নানান সমস্যা বাড়াতে পারে। তবে কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে আপনি বাড়িতেই চুলের তেল তৈরি করতে পারবেন।</p> <p>ঘরে তৈরি এই হেয়ার অয়েল শুধু আপনার চুল পড়া বন্ধ করবে না, খুশকি থেকেও রক্ষা করবে। এরই সঙ্গে চুলকে মজবুত, নরম ও চকচকে করতে সাহায্য করবে। এটি একটি প্রাকৃতিক উপায় যার মাধ্যমে আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কার্যকরী তেল বানানোর উপাদানগুলো কী কী।</p> <ul> <li>নারকেল তেল</li> <li>মেথি বীজ</li> <li>কারি পাতা </li> <li>আমলা</li> <li>নিম</li> <li>ব্রাহ্মী</li> <li>ভিটামিন ই ক্যাপসুল</li> </ul> <p><strong>কীভাবে তৈরি করবেন</strong></p> <p>প্রথমে মেথি বীজ, কারি পাতা, আমলা, নিম ও ব্রাহ্মী ধুয়ে শুকিয়ে নিন। তারপর মিক্সারে পিষে গুঁড়ো করে নিন।<br /> এবার একটি প্যানে নারকেল তেল ঢেলে সেটিকে হালকা গরম করুন।<br /> এই গরম তেলে ভেষজ গুঁড়া যোগ করুন এবং ভালভাবে মেশাতে থাকুন।<br /> এক্ষেত্রে ভিটামিন ই ব্যবহার করতে চাইলে একটি ক্যাপসুল ভেঙে তেল মিশিয়ে নিতে পারেন।<br /> একবার এই তেল তৈরি হয়ে গেলে মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন। এবার একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।</p> <p><strong>কীভাবে এই তেল চুলে ব্যবহার করবেন</strong></p> <p>সপ্তাহে দুবার এই তেল চুলে ও মাথার ত্বকে লাগান। এক্ষেত্রে আপনাকে সারারাত তেল লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে। আপনি এই তেলটি হালকাভাবে ম্যাসাজ করেও লাগাতে পারেন। তবে কিছু বিষয় মনে রাখতে হবে, এই তেল কিন্তু আপনাকে ফ্রিজে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এছাড়া চুলের সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।</p> <p>সূত্র : বোল্ডস্কাই</p>