<p style="text-align:justify">সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইন ও সালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। </p> <p style="text-align:justify">রবিবার (২০ অক্টোবর) এমএসএফের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।</p> <p style="text-align:justify">এমএসএফ জানায়, এ ধরনের হয়রানিমূলক, ভিত্তিহীন মামলা দায়ের করে সমাজের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীদের হেয় ও সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে, যা স্বাধীন মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে। অপরদিকে, ঢালাওভাবে হত্যা বা হত্যাচেষ্টা মামলা দায়ের করার ফলে যারা প্রকৃতপক্ষে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ী তাদের বিচারের প্রক্রিয়া নিয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হবে এবং বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিজের চিকিৎসা, বাবার অসুস্থতা, সংসারের খরচ— কী করবে গুলিবিদ্ধ ওমর?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729429529-4ef39df216ba759baf88aaf015b7da5a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিজের চিকিৎসা, বাবার অসুস্থতা, সংসারের খরচ— কী করবে গুলিবিদ্ধ ওমর?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/20/1437206" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংবাদ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)। </p> <p style="text-align:justify">এ বিষয়ে বিস্তারিত জানতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘আহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন, আমরা মামলা নিয়েছি। মামলাটি তদন্ত করে দেখা হবে যে এর সত্যতা রয়েছে কি না।’</p> <p style="text-align:justify">এমএসএফ মনে করে, জেড আই খান পান্নার বিরুদ্ধে দায়েরকৃত হত্যাচেষ্টা মামলাটি মিথ্যা, ভিত্তিহীন। তাই এ মামলা থেকে অবিলম্বে জেড আই খান পান্নার নাম প্রত্যাহার করা বাঞ্ছনীয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আস-সুন্নাহ’র দাতাদের সুসংবাদ দিলেন আহমাদুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729429031-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আস-সুন্নাহ’র দাতাদের সুসংবাদ দিলেন আহমাদুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437204" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ রকম হয়রানিমূলক মিথ্যা মামলা যাতে না হয় বা কোনো মামলায় উদ্দেশমূলকভাবে কাউকে যাতে জড়িত করা না হয়, সে বিষয়ে থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। এ ছাড়া কোনো কারণে কাউকে জড়িত করা হয়ে থাকলেও তার নাম প্রত্যাহারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে এমএসএফ জোর দাবি জানাচ্ছে।</p>