<p>কক্সবাজারের কাছের উপজেলা রামুতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় প্রণব বড়ুয়া পল্টু (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রামু উপজেলার রামু-মরিচ্যা আন্তঃসড়কের তেমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী। নিহত প্রণব বড়ুয়া পল্টু রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে।</p> <p>নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ইমন কান্তি চৌধুরী বলেন, ‘আজ সকালে রামু উপজেলা সদরের তেমোহনী স্টেশনে চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন প্রণব বড়ুয়া পল্টু। এক পর্যায়ে উপজেলা সদরের চৌমুহনীর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন।’</p> <p>তিনি আরো বলেন, ‘আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চমেকে নেওয়ার পথে লোহহাগড়া উপজেলার চুনতি এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান। নিহতের মরদেহ রামুতে আনা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p>