<p style="text-align:justify">বিসিএস পরীক্ষায় মৌখিক নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। </p> <p style="text-align:justify">সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বিসিএসে ভাইভার (মৌখিক পরীক্ষা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। পুরো পরীক্ষা আগে ১১০০ নম্বরে দিতে হতো। এখন এক হাজার মোট নম্বর, ভাইভাতে নম্বর ১০০।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজনৈতিক দলগুলোর কাছে তিন বিষয়ে মতামত চাইলেন প্রধান উপদেষ্টা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733315126-88251dcfdda65e66b671d1f6fd54e29f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজনৈতিক দলগুলোর কাছে তিন বিষয়ে মতামত চাইলেন প্রধান উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/04/1453824" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।</p> <p style="text-align:justify">সংশ্লিষ্টরা জানান, পিএসসি মনে করছে যে ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার কারণে অনেকে অনিয়মের ফাঁক-ফোকর খোঁজে। লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও অনেকে মৌখিকে বেশি পেয়ে যায়। এখানে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। সেই অনৈতিক সুবিধার সুযোগটি বন্ধ করার দাবি থেকেই মৌখিক নম্বর কমানোর প্রস্তাব দিয়েছে পিএসসি।</p>