<p>গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা করার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।</p> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আরিফ বিল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে আইনি বিপাকে কঙ্গনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731580536-e94347ab7d28409a05a0af4f7662d30e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে আইনি বিপাকে কঙ্গনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/14/1446582" target="_blank"> </a></div> </div> <p>মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পারিবারিক কলহের কারণে ভাত খাওয়ার সময় আরিফ বিল্লাহ ও তার মা হামিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ রাইস কুকারে লাথি মারলে কুকারের উপরের অংশ ভেঙে যায়। এই ঘটনা জানতে চাইলে আরিফ ক্ষুব্ধ হয়ে বারান্দায় রাখা ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত শহিদুলকে স্বজনরা চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মৃত্যুবরণ করেন।</p> <p>মৃত্যুর পর, ২০২১ সালের ২০ নভেম্বর শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়, যার মধ্যে শহিদুলের বাবা-মাও সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731579050-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/14/1446570" target="_blank"> </a></div> </div> <p>রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।</p>