<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গতকাল অপহরণ ও ধর্ষণ মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম এই আদেশ দেন। এদিকে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয়। এক পর্যায়ে তাঁর গায়ে ডিম ছুড়ে মারে ছাত্র-জনতা। ওই মামলার আরেক আসামি ইমরানকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, চলতি বছর জানুয়ারি মাসে ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে ওই নারী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকার সময় তাঁকে ফিল্মি স্টাইলে অপহরণ করেন এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গত ২৯ সেপ্টেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে প্রধান ও নারায়ণ চন্দ্র চন্দকে ২ নম্বর আসামি করে আদালতে মামলা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>