<p>নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।</p> <p>র‍্যাব কর্মকর্তার বরাতে জানা যায়, র‍্যাব আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতাল এলাকায় তাজুল ইসলামের অবস্থান শনাক্ত করে র‍্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। </p> <p>গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।</p> <p>বিগত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে যে ৩টি মামলা দায়ের করা হয়েছে, এর প্রত্যেকটি মামলার আসামি তিনি। </p> <p>কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনিপ্রক্রিয়া শেষে দুপুরে তাজুল ইসলামকে নেত্রকোনা আদালতে পাঠানোর হয়েছে।’</p>