<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এস ম জিয়াউর রহমান তাঁদের অব্যাহতির আদেশ দেন। অব্যাহতি পাওয়া অপর দুই আসামি হলেন আরএকে সিরামিকস লিমিটেডের ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিন আসামিরা আদালতে উপস্থিত হন। এরপর তাঁদের উপস্থিতিতে আসামিদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহাম্মদ আলী সালাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের অব্যাহতির আদেশ দেন।</span></span></span></span></p>