<p style="text-align:justify">বরিশালে মানবপাচার আইনের দুটি ধারায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে পৃথক কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন। </p> <p style="text-align:justify">দণ্ডিতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠি এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদের ছেলে কাতারপ্রবাসী জসিম উদ্দীন হাওলাদার, তার স্ত্রী জান্নাতুর রহমান যুথি ও জসিমের ছোট ভাই ভানুয়াতুপ্রবাসী পলাশ হাওলাদার। </p> <p style="text-align:justify">রাষ্ট্রপক্ষের আইনজীবী লিয়াকত আলী খান ও এস এম সরোয়ার হোসেন জানিয়েছেন, তাদের মধ্যে জসিমউদ্দীন ও পলাশকে দুই ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড এবং ৪৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুথীকে দুই ধারায় ১৭ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। </p> <p style="text-align:justify">রায় ঘোষণার সময় শুধু যুথী এজলাসে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক বলে জানিয়েছেন, বেঞ্চ সহকারী তুহিন মোল্লা। মামলার বাদী বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মোফাজ্জেল হোসেন।</p>