<p style="text-align:justify">ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীনের বিরুদ্ধে আদালতের রায় অমান্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কানাডা প্রবাসী মো. মহিউদ্দিন ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। গত ২২ অক্টোবর সকালে শৈলকুপার কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শপথ নেওয়ার পর যা বললেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730615119-7e33c8e3d6b73ec902f10d4048ed05e1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শপথ নেওয়ার পর যা বললেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442207" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জানা যায়, কবিরপুর এলাকায় ২৯.৫ শতক জমি কেনেন মহিউদ্দীন নামের কানাডা প্রবাসী এক ব্যক্তি। জমি কেনার পর সীমানা নির্ধারণ করে ভোগ-দখল করতে থাকেন তিনি। মৌসুমি ফসল ও শাকসবজির আবাদ করেন সেখানে। পরে সেখানে ভূমি অফিস, ইউএনও অফিসসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মহিউদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সে সময় ওই জমির সীমানাপ্রাচীর ভেঙে দেয় তারা। উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তার পক্ষে রায় দিয়ে সরকারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করে। পরে সরকার পক্ষ আদালতে আপিল করলে আদালত আপিল খারিজ করে মহিউদ্দিনের পক্ষে আগের নির্দেশনা জারি রাখেন।</p> <p style="text-align:justify">আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আদেশ থাকার পরও স্থানীয় নায়েব ও এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন ওই জমিতে এসে জোরপূর্বক সীমানাপ্রাচীর ভেঙে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730614606-c0584b81208861e6aa4ba2e5278b30c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে, স্থিতিশীলতা এলে বাড়বে বিনিয়োগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/03/1442206" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মহিউদ্দীন অভিযোগ করে বলেন, ‌‌‘কবিরপুর এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী, চাঁদাবাজ, যারা ভূমি অফিসের কর্মকর্তাদের দালাল হিসেবে কাজ করে এবং তহশিল অফিস, ভূমি অফিস ও ইউএনও অফিসের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী মিলে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে হুমকি-ধমকি দিতে থাকে। সবশেষ গত ২২ অক্টোবর এসি ল্যান্ড সিরাজুল ইসলাম এসে জোরপূর্বক আমার জমির সীমানাপ্রাচীর ভেঙে দেয়। আমি এর ন্যায়বিচার চাই।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চার নেতাকে মূল্যায়ন করেনি আওয়ামী লীগ, এ প্রশ্ন কেন ওঠে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730613707-e6ea0923ded91cb12f3c55e94af7b286.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চার নেতাকে মূল্যায়ন করেনি আওয়ামী লীগ, এ প্রশ্ন কেন ওঠে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442203" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীনের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস জানান, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী ওই প্রবাসী সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>