<p>শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সার্চলাইট ও বিকট শব্দের হুইসেল বাঁশি বিতরণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার পাহাড়ি অঞ্চলের কাংশা ও নলকুড়া ইউনিয়নের ৪৫টি স্বেচ্ছাসেবী দলের মাঝে দুটি করে সার্চলাইট ও বিকট শব্দের হুইসেল বাঁশি বিতরণ করা হয়। </p> <p>ঝিনাইগাতীর বনরানী রিসোর্ট সেন্টারে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর অ্যাকাউন্টে স্বামী পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730190241-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর অ্যাকাউন্টে স্বামী পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440411" target="_blank"> </a></div> </div> <p>মাহমুদুল হক রুবেল বলেন, ‘হাতির অত্যাচার এখন প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। ধান ও ফলের মৌসুমে খাদ্যের সন্ধানে প্রায় প্রতিদিনই হাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। পাহাড়ের ঢালে হামলা করে ধানক্ষেত সাবাড় করে। এ সময় হাতির তাণ্ডবে কৃষকও আহত বা নিহত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির পক্ষ থেকে এসব বিতরণ করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।’</p> <p>কাংশা ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কাকন রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. রুকুনুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>