<p>কুমিল্লার লাকসামে ‘যেই দামে কেনা সেই দামে বেচা’ নামের কর্মসূচি মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করেছেন শিক্ষার্থীরা। স্টুডেন্ট কমিউনিটি লাকসাম নামের একটি সংগঠন মঙ্গলবার (২৯ অক্টোবর) পৌরসভার দুইটি স্থানে এ কর্মসূচি পালন করে।</p> <p>জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লাকসাম পৌর শহরের বাইপাস এলাকার হাউজিং এস্টেট মসজিদের সামনে ও পশ্চিমগাঁও এলাকার সামনিরপুলের পাশে নিত্যপণ্যের বাজার বসিয়েছেন স্টুডেন্ট কমিউনিটি লাকসাম। ‘যেই দামে কেনা সেই দামে বেচা’ নামের কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের জন্য এই আয়োজন করেন তারা। সেখানে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সায়, ৩০ টাকায় লাউ, ২০ টাকায় পেঁপে, ১৪০ টাকায় টমেটো, ৬০ টাকায় করলা, ৪৫ টাকায় বেগুন, ৩০ টাকায় মুলা, ১৩০ টাকায় শিম, ৪০ টাকায় পটল, ৩৫ টাকায় শসা, ৩৫ টাকায় চিচিঙ্গা, ৬০ টাকায় বরবটি, ১০০ টাকায় কাঁচা মরিচ কেজি দরে বিক্রি করেন তারা। যা বর্তমান বাজার মূল্যের প্রায় অর্ধেক।</p> <p>কর্মসূচির প্রধান উদ্যোক্তা লাকসাম সুরক্ষা সিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ভু্ট্টু। তিনি বলেন, ‘নিত্য প্র‍য়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যাওয়ায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রতিদিন শত শত মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরে মহা খুশি।’</p> <p>তিনি আরো বলেন, ‘যতদিন শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দাম যতোদিন সহনীয় পর্যায়ে না আসবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাকসামে ৯৫০ পরিবারকে খাদ্য সহায়তা আস-সুন্নাহ ফাউন্ডেশনের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726739969-37964aaf90e180eed53e7b0c83657754.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাকসামে ৯৫০ পরিবারকে খাদ্য সহায়তা আস-সুন্নাহ ফাউন্ডেশনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/19/1426913" target="_blank"> </a></div> </div> <p>কম দামে সবজি কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন পৌর শহরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মো. মনির হোসেন। তিনি বলেন, ‘আমি ছোট্ট একটা চাকরি করি। মধ্যবিত্ত পরিবারের লোক। শাকসবজিও এখন বড়লোকের খাবার। অনেক দিন পর আজ ৩০ টাকা দিয়ে লাউ, ৬০ টাকা দিয়ে ১ কেজি বরবটি কিনেছি। এতে আমি খুবই আনন্দিত। বাজারে একটি লাউ এখন প্রকার ভেদে ৯০ থেকে ১০০ টাকা, বরবটির কেজিও ১০০ টাকার ওপরে। আমরা চাই, স্টুডেন্ট কমিউনিটির এই কর্মসূচি চলমান থাকুক। এরকম বাজারের পরিধি আরো বাড়লে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ধীরে ধীরে ভেঙে পড়বে।’</p> <p>অনেক দিন পর ১০০ টাকায় দিয়ে তিন ধরনের তরকারি কিনেছেন নুরুল আলম নামের আরেক ক্রেতা। তিনি বলেন, এখানে বাজার দামের চেয়ে প্রায় অর্ধেক দরে সবজি বিক্রি হচ্ছে। নিত্যপণ্যেরও দাম কিছুটা কম। এ কার্যক্রম চলমান থাকলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। তবে ডিমটা শুরুতেই শেষ হয়ে গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লার নিমসারে খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730035686-d5f5375ca7d5f6d062f62e5aa9333caa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লার নিমসারে খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439759" target="_blank"> </a></div> </div> <p>মো. আসাদুজ্জামান ভু্ট্টু জানান, ‘আজ আমরা প্রায় পাঁচ শতাধিক মানুষ ক্রয় করতে পারবেন, এমন পরিমাণে বিভিন্ন সবজিসহ নিত্যপণ্য বিক্রি করছি। সামনে এই পরিধি আরও বাড়বে। প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই দুই জায়গায় বিক্রয় কার্যক্রম চালু থাকবে। আজ আমরা নিমসার বাজার থেকে পাইকারি দরে সবজি কিনে এনে বিক্রি করেছি। সামনে চেষ্টা করব সরাসরি কৃষকদের কাছ থেকে এনে বিক্রি করার। এতে কৃষকেরাও লাভবান হবেন আর ভোক্তারাও উপকৃত হবেন।’</p>