<p>গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ফেনী ট্রাংক রোড়স্থ পুরাতন কারাগারের সামনে টমটম চালক জাফর আহম্মদকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্ল্যাহকে কারাগারে প্রেরণ করা হয়েছে।</p> <p>গতকাল রবিবার (১২ অক্টোবর) ফেনী মডেল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত বিকেলের দিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।</p> <p>ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্ল্যাহকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার (১২ অক্টোবর) ঢাকার ধানমণ্ডি এলাকায় নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।</p> <p>জাফর আহম্মদ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক ৩ সংসদ সদস্যসহ ২০৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে তার স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।</p>