<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব (২২) হত্যার বিচার দাবিতে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায়  নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। ওই সময় আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হত্যার প্রতিবাদ জানান। এ সময় কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। </p> <p>এদিকে দুপুর ১২টা ২০ মিনিটে অবরোধ তুলে নিলে আবারও যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। জুনায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও  বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। </p> <p>জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ছুরিকাঘাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব (২২) মারা যান । জুনায়েদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। ছুরিকাঘাতের ৯ দিন পর গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুনায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. তারেকুল ইসলাম।</p> <p>গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বটিয়ারা মোড়ে জুনায়েদকে ছুরিকাঘাত করেন সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন। পরিবারের দাবি, ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা জুনায়েদকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর জুনায়েদের চাচা মো. শফিক বাদী হয়ে স্বাধীন, পিয়ালসহ ১৪ জনকে আসাসি করে রায়পুরা থানায় মামলা করেন। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। </p>