<p>কুমিল্লার দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।</p> <p>বুধবার দুপুরে (২ অক্টোবর) দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবরোধে কর্মসূচি পালন করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যান।</p> <p>শিক্ষার্থীরা জানান, ওই অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচার, অসদাচরণসহ নানা অভিযোগ রয়েছে। আমরা তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছি। </p> <p>আবু হানিফ নামে এক শিক্ষার্থী জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তে অনিয়মে প্রমাণ হলেও অদৃশ্য কারণে অধ্যক্ষকে অপসারণ করা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস ধরে আন্দোলন করেও কোনো সুরাহা হচ্ছে না।</p> <p>এ ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।</p> <p>দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আলম জানান, মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে দাউদকান্দি বিশ্বরোডে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছিল। পরে হাইওয়ে ও থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।<br />  </p>