<p>যেকোনো পরিস্থিতিতে বিজিবির সদস্যরা ১৫ মিনিটের মধ্যে পূজামণ্ডপে যাবেন বলে জানিয়েছেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। শনিবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজারগাঁও শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থ সর্বজনীন পূজামণ্ডপে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p>এ সময় তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে, তার জন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মদদদাতারা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।’</p> <p>সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভায় তিনি আরো বলেন, ‘আমাদের লোকবল বাড়ানো হয়েছে। যারা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’</p> <p>এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া, শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কমিটির সভাপতি মধু সূদন রায়, লাউড়েরগড় মাদরাসা শিক্ষক মাইনুদ্দিন, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, পূজামণ্ডপ কমিটির সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও লাউয়েরগড় এলাকাবাসী। </p>