<p>খাস জমি উদ্ধারের নামে অসংখ্য মানুষকে উচ্ছেদ করে পুনরায় সেই জমি বন্দোবস্ত দিয়ে করে কোটি কোটি টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরগুনার দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে।</p> <p>রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এই অভিযোগসহ আরো বিভিন্ন অভিযোগে মানববন্ধন করেছে বরগুনা শহরবাসী। এ সময় জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে ও তার স্ত্রী (সার্বিক) শ্রভ্রা দাসের বদলির দাবি তোলেন।</p> <p>মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা শহরের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময় তারা জনপ্রশাসন সচিবের বরাবর গণস্বাক্ষর দিয়ে স্মারকলিপি প্রদান করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বরগুনায় আন্দোলনে নিহতদের স্বজনদের অর্থ দিলেন জামায়াতে ইসলামী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/25/1724602027-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বরগুনায় আন্দোলনে নিহতদের স্বজনদের অর্থ দিলেন জামায়াতে ইসলামী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/25/1418691" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনকারীদের অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে ও তার স্ত্রী শুভ্রা দাস তিন বছর ধরে বরগুনা জেলা প্রশাসনে থেকে একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে আসছেন। খাস জমি উদ্ধারের নামে অসংখ্য মানুষকে উচ্ছেদ করে পুনরায় সেই জমি বন্দোবস্ত দিয়ে করে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি বরগুনা শহরের শত বছরের রেকর্ড করা বৈধ ভূমি মালিকদের খাজনা বন্ধ করে দেওয়ায় এবং তাদের ভূমি ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য চিঠি প্রদান করায় শহরের বিক্ষোভে নামেন ভুক্তভোগীরা।</p> <p>ওই সিন্ডিকেটের মধ্যে ছিলেন তৎকালীন সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমান, ইউএনও কাওছার হোসেন, সার্ভেয়ার আব্দুল মান্নান ও নাজির, তহশিলদারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানকে নারী সাপ্লাই দিয়ে এই চক্রটি নানা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি করে টাকা হাতিয়ে বরগুনাবাসীকে সর্বস্বান্ত‌ করেছে বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক পৌর কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728207998-2149fda5c8ee94a41e290e5e1d6ecc9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক পৌর কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/06/1432379" target="_blank"> </a></div> </div> <p>আগামী এক সপ্তাহের মধ্যে এই দুই কর্মকর্তাকে বদলি করে বরগুনার মানুষকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়াও বরগুনা শহরের বৈধ ভূমি মালিকদের খাজনা গ্রহণ শুরু করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে বরগুনা শহর অচল করে দেওয়ার কথা জানান আন্দোলনকারীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়ায় পোশাক কারখানা ভাঙচুর, ছুটি ঘোষণা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728207186-7a58183378ac7afb20b38b2749e59b99.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়ায় পোশাক কারখানা ভাঙচুর, ছুটি ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/06/1432376" target="_blank"> </a></div> </div> <p>বৈধ ভূমি রক্ষা আন্দোলনের ব্যানারে কমিটির আহ্বায়ক ও দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, বরগুনা বন্দর ক্লাব অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুল আলম শানু, বরগুনা চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কর্মকার, দৈনিক সৈকত সংবাদের সম্পাদক জহিরুল হাসান বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক কাউন্সিলর মীর শওকত হোসেন, বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব রেজাউল ইসলাম টিটু, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, পরিবেশ আন্দোলন কর্মী মুশফিক আরিফসহ প্রমুখ।</p>