<p>ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলী জমি, বসতবাড়ি, সড়কসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার (৬ই অক্টোবর) সকাল থেকে যাদুকাটা, রক্তি, সুরমা, পাটলাই নদীসহ সীমান্ত এলাকার নদীগুলো দিয়ে ভারতীয় পাহাড়ী ঢলের দ্রুত গতিতে ভাটির দিকে নামতে দেখা গেছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় সীমান্তের বিভিন্ন নদী দিয়ে ভারত থেকে নেমে আসা পানি প্রবল বেগে বাংলাদেশে ঢুকছে। কিছু কিছু জায়গায় নদীর বাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের অংশ। এছাড়া আনোয়ারপুর বাজারের সামনের সড়কের ওপর দিয়ে হাওড়ে প্রবেশ করছে ঢলের পানি। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, সড়ক ও আমনের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাহাড়ি ঢলে মুহূর্তেই পানির নিচে ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলের মাঠ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728191866-9194fb1b9a2e4a83594b4659b8d813b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাহাড়ি ঢলে মুহূর্তেই পানির নিচে ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলের মাঠ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/06/1432327" target="_blank"> </a></div> </div> <p>সিএনজিচালক শাকিল মিয়া বলেন, ভারত থেকে যাদুকাটা নদী দিয়ে নেমে আসা পাহাড়ী ঢলের পানি সড়ক উপচে হাওরে প্রবেশ করছে। এতে রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।</p> <p>দক্ষিণ বাদাঘাট ইউপি সদস্য কামাল হোসেন জানান, পাহাড়ি ঢল আসলেই এই ১০০ মিটার সড়ক পানিতে ডুবে যায়। তবে যানবাহন চলাচল এখনো বন্ধ হয়নি। পানি হাওরে প্রবেশ করলে পানি কমে যেতে পারে, আর পানি আরো বাড়লে দুর্ভোগও বেড়ে যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জের সাবেক এমপি রতনের বড় ভাই আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728190897-f6c8ac699e19d256e21a9971f2baf73b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জের সাবেক এমপি রতনের বড় ভাই আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/06/1432315" target="_blank"> </a></div> </div> <p>সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বন্যার আশঙ্কা নেই।</p>