<p>ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, কংশ, উপদাখালী, ধনু, নেতাই, মগড়াসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার (৫ অক্টোবর) জেলার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পানি বেড়ে নদীর তীরবর্তী বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।</p> <p>নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমেশ্বরী, কংশ ও নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কাকৈরগড়া, চন্ডিগড় ও কুলাগড়া ইউনিয়নের রামবাড়ি, লক্ষীপুর, কাকড়াকান্দা, ভাদুয়া, গোদারিয়াসহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। </p> <p>পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। শনিবার বিকেল পর্যন্ত উপদাখালী নদীর পানি বেড়ে কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া সোমেশ্বরী নদীর পানি বেড়ে দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।</p> <p>নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, প্রচুর বর্ষনে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে বন্যা হলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য শুক্রবার রাতে দুর্গাপুর উপজেলায় মাইকিং করা হয়েছে। আমরা সার্বক্ষনিক খোঁজ রাখছি। বন্যা হলে তা মোকাবেলায় আমাদের সব প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত পরিমানে ত্রাণ সামগ্রীও মজুত আছে।</p>