<p style="text-align:justify">শেখ হাসিনার বিদেশি মুরব্বিরা গার্মেন্টসশিল্প নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (৪ অক্টোবর) সকালে গাজীপুর জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।</p> <p style="text-align:justify">জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী সদস্য দীপক রায়।</p> <p style="text-align:justify">প্রধান অতিথির বক্তব্যে সাকি বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের দাবিদাওয়া মানতে হবে। তবে আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টসশিল্প যেন বন্ধ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ কারখানা বন্ধ হলে শ্রমিকরা চাকরি হারাবে।’</p> <p style="text-align:justify">সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১২ জন শহীদ পরিবারের সদস্য ও আহতদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।</p>