<p style="text-align:justify">নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ী মো. শাহ আলম। বুধবার (২ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শাহ আলম বাদী হয়ে মামলাটির আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি রুজু করা হয়।</p> <p style="text-align:justify">মামলায় কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো. মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টুসহ (৪৭) ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরো ৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।</p> <p style="text-align:justify">মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যান। পরে তারা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেন। আসামিরা অজ্ঞাত আরো অনেকের সহায়তায় অন্তত ৭ কোটি ৫ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেন। হারুন-অর-রশিদ বড় পুলিশ কর্মকর্তা হওয়ায় এত দিন এ বিষয়ে মামলা করার সাহস করেননি তিনি।</p> <p style="text-align:justify">ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।</p>