<p>রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। </p> <p>নিহতের নাম বন্যা খাতুন (৩০)। তিনি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। অভিযুক্ত রশিদকে পুলিশ আটক করেছে।</p> <p>জানা যায়, ১০ বছর আগে রশিদের সাথে বন্যার বিয়ে হয়। তাদের ৮ বছর ও দেড় বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কয়েক বছর ধরে রশিদ মাদকাসক্ত হয়ে পড়ে। এই নিয়ে বন্যা ও রশিদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ সকাল ৭টার দিকে রশিদ মৃত অবস্থায় বন্যাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকেই রশিদকে পুলিশ আটক করে।</p> <p>বন্যার ছোট ভাই আজিম প্রামানিক বলেন, ‘আমার দুলাভাই আয় রোজগার যা করত সেই টাকা নেশার পেছনে খরচ করত। সংসারে টাকা পয়সা দিত না। এই নিয়ে আপার সাথে প্রতিদিন ঝগড়া হত। আপাকে মারধর করত। দুইমাস আগেও আপার গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছিল। রাতে আপাকে ফাঁস দিয়ে মেরে সকালে হাসপাতালে নিয়ে আসছে। আপার গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে। নেশা করতে করতে তার কোনো কাণ্ডজ্ঞান নেই।’</p> <p>রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুরুল ইসলাম বলেন, ‘মৃত অবস্থায় তার স্বামী হাসপাতালে নিয়ে আসে সকালে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না। তবে লাশের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।’</p> <p>রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে অভিযুক্ত রশিদকে পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রত সময়েই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।’</p>