<p>পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এ পুরষ্কার (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট) ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। </p> <p>এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা ‘nobelprize.org’ ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তবে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে এবং সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুদ্ধের বর্ষপূর্তিতে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৭৭" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/08/1728363449-e986955a0789bfd7f7c5d1e7d5fc39c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুদ্ধের বর্ষপূর্তিতে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৭৭</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/08/1433039" target="_blank"> </a></div> </div> <p>সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো  দেওয়া হয়। বিজ্ঞানীর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয় এই পুরষ্কার। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। ১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর  ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে অর্থনীতিতে এ পুরস্কার দেওয়া শুরু করে।</p> <p>প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার যৌথভাবে চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান।</p> <p>ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা’ নিয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।</p> <p>সূত্র : বিবিসি, রয়টার্স, নোবেলপ্রাইস ডট ওআরজি</p>