<p>জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।</p> <p>এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী।</p> <p>এর আগে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে বিজিবির বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, আটকে দিল বিজিবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/20/1726833331-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, আটকে দিল বিজিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/20/1427242" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, সোনাতলা সীমান্তের ২৭৯ ও ২৮০ নম্বর মেইন ও সাব-পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে এলে বাধা দেয় বিজিবি। পরে বিজিবির বাধায় বেড়া না দিয়ে বিএসএফ ফিরে যায়। </p> <p>জানা গেছে, সকাল ১০ টার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নং মেইন পিলারের কাছে জিরো পয়েন্ট থেকে ভারতীয় অংশের ১৫/২০ গজের মধ্যে ফাঁকা জায়গায় বালুরঘাট জেলার বিএসএফ এর জামালপুর ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। টহলরত বিজিবি সদস্যরা তা বন্ধ করার জন্য নির্দেশ দিলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বেলা ১ টার দিকে ১৪ বিজিবি জয়পুরহাট এর হাটখোলা ক্যাম্প ও কয়া ক্যাম্পের কম্পানি কমান্ডারের নেতৃত্বে ভারতীয় বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে দুই বাংলাদেশি আটক করল বিএসএফ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726749913-c1324a71a95c76846fc8b4a0d194c427.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে দুই বাংলাদেশি আটক করল বিএসএফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/19/1426950" target="_blank"> </a></div> </div> <p>বৈঠক উপস্থিত ধরন্জি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বিএসএফ স্থগিত রাখবে বলে জানায়।</p>