<p>কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কালজানী নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে এলাকাবাসী। ভাঙন রোধে সরকারি কোনো উদ্যোগ না থাকায় স্বেচ্ছাশ্রমে প্রতিরোধের চেষ্টা করছে এলাকাবাসী। তাদের অভিযোগ, বারবার সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাননি। তাই নিজেদের চাঁদার টাকায় প্লাস্টিকের বস্তা কিনে বালু ভরে ভাঙন রোধের চেষ্টা করছেন।</p> <p>বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কেউ প্লাস্টিকের বস্তায় বালু ভরছেন, কেউ ফেলছেন নদীর পারে। এভাবে ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার চেষ্টা ভাঙনকবলিতদের।</p> <p>৪ মাস ধরে দুধকুমার নদের অব্যাহত ভাঙন চলছে উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। এরই মধ্যে বিলীন হয়েছে তিন শতাধিক ঘরবাড়িসহ একরের পর একর ফসলি জমি। এ অবস্থায় ভাঙনকবলিতরা জনপ্রতিনিধিসহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডে বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার পায়নি। পরে কোনো উপায় না পেয়ে নিজেদের অর্থ দিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধ করে সম্পদ রক্ষার চেষ্টা করে তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/02/18/1676740648-2914010710e294600b69dfabfb753626.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2023/02/19/1253303" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়দের দাবি, তাদের এ চেষ্টার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেলে বন্ধ হবে ভাঙন। আর এতেই রক্ষা পাবে ফসিল জমিসহ ঘরবাড়ি। </p> <p>শিলখুড়ি ইউপির দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মনছেদ আলী বলেন, ‘আমাদের এলাকার ভাঙন রোধে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষে আমরা কাজ করছি। গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে প্লাস্টিকের বস্তা কিনে বালু ভরে নদীতে ফেলছি। তার পরও ভাঙন রোধ করা যাচ্ছে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নদী দূষণমুক্তকরণ প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/20/1724150381-0df8a13322c310177b6155a675aa0be2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নদী দূষণমুক্তকরণ প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/20/1416889" target="_blank"> </a></div> </div> <p>ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম ফরিদুল হক শাহিন শিকদার বলেন, এই এলাকার দুধকুমার নদ ২-৩ মাস ধরে অব্যাহত ভাঙছে। তিন শরও বেশি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। কয়েক শ হেক্টর ফসিল জমি ফসলসহ নদে চলে গেছে। ভাঙন রোধ করা সম্ভব না হলে তিনটা ক্যাম্প আছে, এখানে বিদ্যুৎ আছে, সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। </p> <p>কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘বরাদ্দ কিংবা অনুমতি না থাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিতে পারছি না। সার্বিকভাবে কৃষিজমি ও সামান্য বাড়িঘরের জন্য কাজ করার অনুমতি পাচ্ছি না।’ সরকারি কোনো স্থাপনা হলে কিছুটা কাজের অনুমতি পান বলে জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে ৬ কোটি টাকার স্পার বাঁধে ধস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/18/1723927500-f4422cfadce40aeb49470a3eea83bc67.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে ৬ কোটি টাকার স্পার বাঁধে ধস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/18/1416095" target="_blank"> </a></div> </div>