<p style="text-align:justify">প্রায় এক দশক পর নিজ জন্মশহর সিলেটে পা রাখলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক, জাতিসংঘ ও হোয়াইট হাউস প্রতিনিধি মুশফিকুল ফজল আনসারী। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালের জানুয়ারিতে দেশ ছাড়তে বাধ্য হন মুশফিকুল।</p> <p style="text-align:justify">শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিমানযোগে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করে।</p> <p style="text-align:justify">এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সালেহ আহমদ খসরু, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।</p> <p style="text-align:justify">বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘সিলেটে আমি আমার জন্মভূমিতে আসতে পেরেছি, এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’</p> <p style="text-align:justify">আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘যারা বিপ্লবকে সফল করতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত অবস্থায় আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই আমরা সবার সম্মিলিত সহযোগিতায় একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সক্ষম হব।’</p> <p style="text-align:justify">নিজে পলিসি নির্ধারণে নেই জানিয়ে তিনি বলেন, ‘একজন সাংবাদিক ও রিপোর্টার হিসেবে যদিও আমি কোনো পলিসি নির্ধারণে নেই, কিন্তু আমি মনে করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্ঠায় একটি বৈষম্যমুক্ত সমাজ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।’</p>