<p>মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তাওহীদ সান্নামাত ও রোমান বেপারী নিহতের ঘটনায় মামলার পর লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করতে যান। কিন্তু দুই পরিবারের আপত্তিতে ফিরে আসেন তারা।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামে তাওহীদ সান্নামাতের কবর থেকে লাশ উত্তোলনে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম সরকার। এতে আপত্তি জানায় নিহতের পরিবারের সদস্যরা। </p> <p>আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য রোমানের লাশ উত্তোলনে ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় যান আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম। সেখানেও তোপের মুখে পড়েন তিনি। স্ত্রী কাজল আক্তার বাদী হওয়ায় লাশ উত্তোলন করতে দেবে না বলে জানান রোমান বেপারীর মা-বাবা।</p> <p>রোমানের মা রিনা বেগম বলেন, ‘আমার ছেলের লাশ কবর থেকে উঠাতে দেব না। আমার ছেলে মারা গেছে, তাতে আমরা অনেক কষ্ট পেয়েছি। আমাদের টাকা-পয়সা, কোনো কিছুই দরকার নেই।’ </p> <p>রোমানের বাবা ওমর আলী বেপারী বলেন, ‘এই লাশ কবর থেকে উঠানো হলে, মা-বোন, সন্তানসহ অন্যরা অসুস্থ হয়ে পড়বে। কষ্টে আরেকটি দুর্ঘটনাও ঘটতে পারে।’</p> <p>তাওহীদের মা রেশমা বেগম বলেন, ‘আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু তাওহীদ মারা যাওয়ার ঘটনায় মামলা হয়েছে, এটা আমরা জানি না। তাই কবর থেকে লাশ উঠাতে দেব না। মামলায় যদি আমাদের বাদী করা হয়, তাহলে আইনগত বিচারের জন্য লাশ ময়নাতদন্ত করতে দেওয়া হবে।’ </p> <p>তাওহীদের ভাই আসাদ সান্নামাত বলেন, ‘ভাই হারিয়েছি। এখন তো আর ভাইকে ফিরে পাব না। লাশ কবর থেকে উঠালে পুরো পরিবারে কান্নার বন্যা হয়ে যাবে। আমরা মামলার বাদী হলে বিষয়টি ভেবে দেখতাম। কিন্তু এখন কোনো অবস্থাতেই লাশ উত্তোলনের সুযোগ দেব না।’</p> <p>জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম সাংবাদিকদের বলেন, বিষয়টি আদালতকে অবগত করা হবে। আদালতের সিদ্ধান্তেই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। পরিবারের অনুমতি না পেলে লাশ কবর থেকে উত্তোলনের কোনো সুযোগ নেই।</p> <p>জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম সরকার সাংবাদিকদের বলেন, তাওহীদ সান্নামাতের পরিবারকে কয়েক ঘণ্টা বুঝিয়েও ব্যর্থ হয় প্রশাসন। পরে সেখান থেকে চলে আসতে হয়েছে। জেলা প্রশাসক ও আদালতের বিচারকের সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।</p>