<p>ফেনীর সোনাগাজীতে পৃথক সময়ে বন্যার পানিতে ভেসে আসা দুই অজ্ঞাতপরিচয় নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় মহুরী সেচ প্রকল্প এলাকার বড় ফেনী নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। বেওয়ারিশ লাশ হিসেবে তাকে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের দৌলত চৌধুরী দীঘিরপারে গণকবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।</p> <p>অন্যদিকে মঙ্গলবার দুপুর ২টায় একই স্থানে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় সিঁথির মালা থাকায় হিন্দু ধর্মাবলম্বী বলে জানিয়েছে পুলিশ। হিন্দু ধর্ম অনুযায়ী, তার মরদেহ সৎকারের জন্য স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে পুলিশের সিদ্ধান্ত হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় দুটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। </p> <p>চলমান বন্যায় দেশে ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।</p>