<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ারের ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণের ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।</p> <p>আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত গাজী টায়ারে উদ্ধারকাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। এ সময় পুলিশের ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কারখানা পরিদর্শন করেন।</p> <p>এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছিলেন ঢাকা ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম। </p> <p>এদিকে মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজদের স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে এসে ভিড় জমাতে থাকে। উদ্ধারকাজ শুরু না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। স্বজনদের দাবি অনুসারে, সেখানে এখন পর্যন্ত ১৭৬ জন নিখোঁজ হয়েছেন। </p> <p>জানা গেছে, গত রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ার কারখানায় লুটপাটকে কেন্দ্র করে একটি পক্ষ আগুন লাগিয়ে দেয়। পরে ২১ ঘণ্টা পর গতকাল সোমবার ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। </p> <p>গন্ধর্বপুর এলাকা থেকে আসা লিপি আক্তার বলেন, আমার ছোট ভাই আলামিন বন্ধু মাহফুজের সঙ্গে গাজী টায়ার ফ্যাক্টরিতে গত রবিবার রাত ৯টার দিকে আসেন। এর পর থেকে তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এখনো উদ্ধারকাজ শুরু করেনি ফায়ার সার্ভিস।</p> <p>ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে দীর্ঘসময় ধরে আগুন জ্বলার কারণে ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভবনের আগুন নিভে গেলেও ভেতরে ধোঁয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। তবে তারা পানি নিয়ে তাপ ও ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা করছেন। তাপ ও ধোঁয়া কমে গেলে উদ্ধার অভিযান শুরু হবে।</p>